বুধবার ৩০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | Kolkata: বড়দিনে শুরু সঙ্গীতমেলা

Pallabi Ghosh | ২৩ ডিসেম্বর ২০২৩ ২১ : ৩৮Pallabi Ghosh


সঙ্কর্ষণ বন্দ্যোপাধ্যায়: সোমবার বড়দিনে শুরু তথ্য–সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বাংলা সঙ্গীত মেলা এবং বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসব। নামী শিল্পীদের পাশাপাশি কলকাতার বিভিন্ন মঞ্চে অসংখ্য নবীন শিল্পী গান শোনাবেন দর্শক–শ্রোতাদের। সোমবার থেকে কলকাতার ১১টি মঞ্চে একসঙ্গে শুরু সঙ্গীত মেলা, চলবে ১ জানুয়ারি পর্যন্ত। রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, মহাজাতি সদন, ঋষি অরবিন্দ পার্ক (‌‌নেতাজিনগর), হেদুয়া পার্ক, মধুসূদন মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি মুক্তমঞ্চ, মুকুন্দপুর ফুটবল খেলার মাঠ, চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে বিভিন্ন ধারার বাংলা গান শোনা যাবে শিল্পীদের কণ্ঠে। ৫ হাজারের বেশি সঙ্গীতশিল্পী, সঞ্চালক, যন্ত্রশিল্পী অংশ নেবেন এবারের সঙ্গীত মেলা এবং বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসবে। এবারের সঙ্গীত মেলায় কলকাতা ছাড়া বিভিন্ন জেলার শিল্পীরাও সঙ্গীত পরিবেশনের সুযোগ পাবেন বিভিন্ন মঞ্চে। বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা ও কর্মশালায় অংশ নেওয়া প্রতিভাবান নবীন শিল্পীরা এই মেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এছাড়াও অডিশনের মাধ্যমে ৬০০ জন নতুন শিল্পী এবারের বাংলা সঙ্গীত মেলায় গান গাওয়ার সুযোগ পেয়েছেন। বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসবে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে লোকশিল্পীরা অংশগ্রহণ করবেন চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চে। অন্যবারের মতো এবারও দেশপ্রিয় পার্কের মঞ্চ জনপ্রিয় বাংলা ব্যান্ডের পাশাপাশি নতুন নতুন বাংলা ব্যান্ডের গানে মুখরিত হয়ে উঠবে প্রতিদিন। গগনেন্দ্র প্রদর্শশালায় ‘‌বাংলার আদিবাসী হস্তশিল্প’‌ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করবেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন জেলার হস্তশিল্পীরা উপস্থিত থাকবেন তাঁদের শিল্পকর্মের সম্ভার প্রদর্শন ও বিপণনের জন্য। এই প্রদর্শনী চলবে ১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত ন’‌টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে। বাংলা সঙ্গীত মেলা উপলক্ষে রবীন্দ্রসদন–নন্দন প্রাঙ্গণে অস্থায়ী স্টল তৈরি করে সঙ্গীত বিষয়ক পুস্তক, রকমারি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে থাকছে নানা স্বাদের খাবারের স্টল। শনিবার বিকেলে রবীন্দ্রসদন প্রাঙ্গণে বাংলা সঙ্গীত মেলার ‘‌কার্টেন রেজার’‌ অনুষ্ঠানে বাংলার লোকসংস্কৃতির বর্ণময় ঝলক পাওয়া গেল। বিভিন্ন জেলার লোকশিল্পীরা তাঁদের নাচ–গান–বাদ্যে বাংলার সমৃদ্ধ লোকশিল্পকে তুলে ধরেন। কার্টেন রেজারের আগে রবীন্দ্রসদনে সাংবাদিক সম্মেলনে বাংলা সঙ্গীত মেলার নানা দিক তুলে ধরে তথ্য–সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, ‘‌২০১১–র পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উচ্চতায় নিয়ে গিয়েছেন বাংলা সঙ্গীত মেলাকে, সেটা আরও একবার চাক্ষুষ করতে পারবেন সঙ্গীতপ্রেমী মানুষজন।’‌ তিনি আরও বলেন, ‘‌মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছে অনুসারে আগামী বছর থেকে মূল সঙ্গীত মেলার আগে জেলায় জেলায় চারটি চার দিনের সঙ্গীত মেলা আয়োজিত হবে।’‌ বাংলা সঙ্গীত মেলা ও বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসবের সাংবাদিক সম্মেলন ও কার্টেন রেজারে এদিন উপস্থিত ছিলেন তথ্য–সংস্কৃতি সচিব শান্তনু বসু, সাংস্কৃতিক অধিকর্তা কৌশিক বসাক, নন্দনের অধিকর্তা শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, কৌস্তুভ তরফদার, তপন তরফদার, দেবজ্যোতি বোস, শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরি, সৈকত মিত্র, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর আচার্য প্রমুখ।

ছবি: সুপ্রিয় নাগ‌




নানান খবর

নানান খবর

কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১

ডগ-স্কোয়াড: তদন্তকারি আধিকারিকরা কীভাবে শিখছেন তদন্তপ্রক্রিয়া, কোন পদ্ধতি অনুসরণ করতে হয় তাঁদের

কসবায় সিপিএমের পার্টি অফিসে তুমুল মারামারি, কামড়াকামড়ি, রক্তাক্ত হল বৈঠক

রক্ত ও চামড়ার মাধ্যমে অ্যালার্জি পরীক্ষা, রাজ্যে প্রথম গবেষণামূলক পরীক্ষাকেন্দ্র চালু হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজে

হ্যাকফেস্ট ২০২৫: টেকনো ইন্ডিয়া গ্রুপ ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনের এক মহোৎসব

ধাপায় আগুন, কালো ধোঁয়াতে ঢাকল গোটা এলাকা

এক মাস ধরে প্রতিদিন সাত ঘণ্টা করে বন্ধ থাকবে মা উড়ালপুল, কবে থেকে কোন বিকল্প পথে যান চলাচল?

দিঘাগামী পুণ্যার্থীদের জন্য সুখবর, কলকাতা থেকে চলবে একগুচ্ছ ট্রেন

শিশু থেকে কৈশোর 'রক্তাল্পতা' রোগে আক্রান্তের কারণ কি খাদ্যাভ্যাস, না কি এর নেপথ্যে বড় কোনও সমস্যা?

খাস কলকাতায় পাল্লা দিয়ে বেড়েছে বাইক চুরি, তদন্তে নেমেই চরম পদক্ষেপ গোয়েন্দা বিভাগের

বিবাহ বহির্ভূত প্রেম! সন্দেহের বশে স্ত্রীকে খুন করলেন স্বামী, খাস কলকাতায় ভয়াবহ ঘটনা

কলকাতার কম্যান্ড হাসপাতালে নার্সিং ক্যাডার নিযুক্তিকরণ অনুষ্ঠান

সপ্তাহান্তে চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো, সোমবারেও বন্ধ পরিষেবা, কারণ কী?

যুবকের দেহ উদ্ধারে সাতসকালে চাঞ্চল্য ছড়াল কলকাতায়

সোশ্যাল মিডিয়া